বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২ লাখ টাকায় একটি শাড়ি ক্রয়

|

ফাইল ছবি

অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন বঙ্গবাজারের অনেক বিক্রেতা। আর তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। তাহসান খান লুঙ্গি কিনেছেন ১ লাখ টাকায়। বুবলীও কিনেছেন পুড়ে যাওয়া কিছু কাপড়। সেই তালিকায় এবার নাম লেখালেন এক উদ্যোক্তা। এই টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজে অংশ নিচ্ছেন অনেকে।

শাড়িটি কেনা সম্পর্কে বিদ্যানন্দ ফাউন্ডেশন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছে, দুই লাখ টাকার শাড়ি! সোনা রূপা নয়, পোড়া কয়লার দাগ আছে এই কাপড়ে। আগুন নেভানোর পানিতে এখনো ভিজে আছে কাপড়টি, রয়ে গেছে অনেক ময়লা আর ছাই।

আরও পড়ুন: বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন বুবলী

পোস্টের শেষে বলা হয়, রেকর্ড দামে বিদ্যানন্দ থেকে এই কাপড়টি এই উদ্যোক্তা কিনেছেন বঙ্গবাজারের ভুক্তভোগী ব্যবসায়ী এবং কর্মচারীর জন্য। অনেক ত্যাগ এবং কষ্টে ব্যবসা দাঁড়ায়, স্বপ্নটা নষ্ট হলে মনটাই ভেঙে যায়। নিজেই এই প্রসেসে গেছি বলে অন্যের পাশে দাঁড়ানো দরকার বলে মনে করি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply