টেক্সাসের ডেইরি খামারে ভয়াবহ বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

|

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ডেইরি ফার্মে ভয়াবহ বিস্ফোরণে ১৮ হাজার গরু-গাভীর মৃত্যু হয়েছে। এতে সংকটাপন্ন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

সোমবার (১১ এপ্রিল) ডিম্মিট শহরের কাছে ‘সাউথ ফর্ক ডেইরি’ নামের খামারে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, খামারে ব্যবহৃত হানি ব্যাজার যন্ত্র থেকে নির্গত হয়েছে ক্ষতিকারক মিথেন গ্যাস। যা আগুনের সংস্পর্শে আসায় এ জোরালো বিস্ফোরণ ঘটে। মূলত গবাদি পশুর গোবর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সার বানাতে এ যন্ত্র ব্যবহৃত হয়।

স্থানীয় পুলিশ বিভাগের সহযোগিতায় কিছু সংখ্যক প্রাণীকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে নির্দিষ্ট স্থানে আটকা থাকায় বেশিরভাগ গরু বেরোতে পারেনি। ফলে সেখানেই পুড়ে ছাই হয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের খামারগুলোয় ছয়টি বড় অগ্নিকাণ্ড হয়েছে। যাতে প্রাণ হারায় ৩০ লাখের বেশি গবাদি পশু।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply