রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠের উন্নয়নের টাকা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

|

প্রতীকী ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামে ঈদগাহ মাঠের উন্নয়নের টাকা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের মোট ৯ জন আহত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় সৈয়দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দুইটি মসজিদের দুই পক্ষের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। আজ ঈদের নামাজ শেষে মাঠ সংস্কার ও উন্নয়নের চাঁদার টাকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব বাধে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। পরে দুই পক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহত ৯ জন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের তিন জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, ঈদগাহ মাঠের উন্নয়নের কাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply