রেফারির সমালোচনা করায় শাস্তি পেলেন ক্লপ

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের পর রেফারি পল টিয়েরনির সমালোচনা করায় শাস্তি পেয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। টাচলাইনে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিভারপুল কোচকে।

একই সঙ্গে ক্লপকে ৭৫ হাজার পাউন্ড জরিমানা করার কথা বৃহস্পতিবার (১৮ মে) বিবৃতি দিয়ে জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

লিগে আগামী রোববার (২১ মে) অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না এই জার্মান কোচ। তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা অবশ্য ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে চলতি লিগে দলের শেষ ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন তিনি।

৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ক্লপের দল। ৬৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড তিনে আছে, এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৬৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply