চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান শুরু করলো বাণিজ্যিক যাত্রী সেবা। রোববার (২৭ মে) প্রথমবার C919 জেট করে যাত্রা। খবর সিসিটিভির।
প্রথমদিনই সাংহাই থেকে রাজধানী বেইজিং উড়ে যায় বিমানটি। ৩ ঘণ্টায় শেষ হয় যাত্রা। প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ১৩০ জন। মূলত, বিমান পরিবহন ব্যবসায় এয়ারবাস এবং বোয়িংয়ের প্রভাব কমাতেই চীনের এ উদ্যোগ। সে লক্ষ্যে ১৫ বছর আগে নিজস্ব যাত্রীবাহী প্লেন তৈরি শুরু করে বেসরকারি বিমান পরিবহন সংস্থা কোমাক।
তবে ১৬৪ আসনের বিমানটিকে এখনো পশ্চিমা ইঞ্জিন এবং সরঞ্জামের ওপর নির্ভর করতে হয়। রাষ্ট্রীয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্স পাঁচটি বিমানের অর্ডার দিয়েছে। কোমাকের দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে বাৎসরিক দেড়শোটি বিমান তৈরীর দক্ষতা অর্জন করবে তারা। এরইমধধ্যে পেয়েছে ১২শ’ অর্ডার।
এটিএম/
Leave a reply