গাইবান্ধায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতি, ১৪ লাখ টাকা লুট

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ মে) ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন ভোরে কয়েকজন ডাকাত ব্যাংকের গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে ঘুমে থাকা নৈশ প্রহরীকে বেঁধে ফেলে। এরপর ভল্টের তালা খুলে সেখানে থাকা প্রায় ১৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার জেসমিন আক্তার জানান, প্রতিদিনের মতো গতকালও ভল্ট বন্ধ করে বাড়ি যাই। সকালে ব্যাংকে এসে নৈশ প্রহরীর কাছ থেকে ডাকাতির বিষয়টি জানতে পারি। বিষয়টি অবহিত করার পর গাইবান্ধার সিনিয়র পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, ব্যাংকের সকল তালা স্বাভাবিকভাবেই খুলে ডাকাতরা তারা টাকা নিয়ে যায়। ফলে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এনিয়ে তদন্ত চলছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply