আবারও উত্তাল কসোভো, সার্ব-ন্যাটো বাহিনীর সহিংসতায় আহত অন্তত ২৫

|

কসোভোয় সার্ব বিক্ষোভকারীদের সাথে ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৯ মে) দেশটির উত্তরাঞ্চলের লিপোসাভিক শহরে সার্ব বিক্ষোভকারী ও ন্যাটো সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। খবর এপির।

চলতি সপ্তাহের শুরু থেকেই কসোভোয় সার্ব ও ও আলবেনীয় জনগোষ্ঠীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে সীমান্তে সেনা মোতায়েন করে সার্বিয়া। চলতি বছরের শুরু থেকেই বিবাদ দেখা দেয় কসোভোতে বসবাসরত সার্ব এবং আলবেনীয় জাতিগোষ্ঠীর মধ্যে। সার্বদের নেতাদের অভিযোগ, প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আলেবনীয়রা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অন্যদিকে আলবেনীয়দের দাবি, কসোভোকে পুতুল রাষ্ট্রে পরিণত করতে চায় সার্বরা। এ নিয়ে গেলো এপ্রিলের নির্বাচনও বয়কট করে সার্বরা। ইউরোপের ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র কসোভোর ৯০ শতাংশ অধিবাসী আলবেনীয় বংশোদ্ভুত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply