সেনা কামান্ডারের বাড়িতে হামলার ঘটনায় তলব ইমরান খানকে

|

লাহোরের সেনা কমান্ডারের বাড়ি ‘জিন্নাহ্ হাউসে’ হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করলো যৌথ তদন্ত কমিটি। মঙ্গলবার (৩০ মে) হাজিরা দিবেন পিটিআই প্রধান। খবর পাকিস্তান অবজার্ভারের।

স্থানীয় সময় বিকাল ৪টা নাগাদ কিল্লা গুজ্জার পুলিশ সদর দফতরে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে ইমরান খানকে। গত ৯ মে চালানো ঐ হামলার ঘটনায় দায়ের করা হয় মামলা। যাতে ইমরান খানের বিরুদ্ধে প্ররোচণা দেয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় দলটির আরও কয়েকজন শীর্ষ নেতা, মানবাধিকারকর্মী এবং পিটিআই কর্মী-সমর্থকদের নাম এজাহারভুক্ত করা হয়েছে।

এর আগে গত ৯ মে ইসলামাবাদ আদালত প্রাঙ্গন থেকে আটক করা হয় ইমরান খানকে। পরে জানানো হয়, ঘুষগ্রহণের দায়ে আল-কাদির ট্রাস্ট মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো পাকিস্তান। সহিংসতা-অগ্নিসংযোগের দায়ে আটক হয় ১০ হাজারের বেশি মানুষ। সে তালিকায় রয়েছেন পিটিআই এর শীর্ষ নেতারাও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply