১৭৫ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু শ্রীলঙ্কার

|

ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাচাইপর্ব বড় জয় দিয়ে শুরু করেছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কুশল মেন্ডিস-সাদেরা সামারাবিক্রমার-পাথুম নিশানকা ও দিমুথ করুনারত্নের হাফ সেঞ্চুরির পর হাসারাঙ্গার বোলিং নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ১৭৫ রানে হারিয়েছে লঙ্কানরা। ২৪ রানে ৬ উইকেট নেন হাসারাঙ্গা।

সোমবার (১৯ জুন) বুলাওয়ের কুইন্স স্পোটর্স ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। টপ অর্ডারের শীর্ষ চার ব্যাটারই অর্ধশতক করেন। পাথুম নিশাঙ্কা ৫৭, দিমুথ করুনারত্নে ৫২, কুশল মেন্ডিস ৭৮ ও সাদিরা সামারাবিক্রমা করেন ৭৩ রান। শেষ দিকে চারিথ আসালঙ্কা ও হাসারাঙ্গার ঝড়ো ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেন আসালঙ্কা। আরব আমিরাতের পক্ষে আলি নাসের ২ উইকেট নেন।

ছবি: সংগৃহীত

এমন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রোহান মুশতোফাকে হারায় আরব আমিরাত। এরপর মুহাম্মদ ওয়াসিম এবং ভ্রিত্তিয়া অরবিন্দ খানিকটা জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের জুটি বেশি বড় করতে দেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। জোড়া আঘাত হানেন এই লঙ্কান স্পিনার।

হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে আর দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ। অরবিন্দ (৩৯), রমিজ শাহজাদ (২৬) ও আলি নাসিরের (৩৪) ইনিংস কেবল ব্যবধান কমায়। হাসারাঙ্গা ৮ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply