ভারতের আসামে বন্যা: ১৯ জেলা প্লাবিত

|

ভারী বর্ষণে ভারতের আসামে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বুধবার (২১ জুন) পর্যন্ত ১৯টি জেলা প্লাবিত হওয়ার খবর জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর নিউজ এইটিনের।

বিপৎসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রসহ স্থানীয় নদীগুলোর পানি। গেল ২৪ ঘণ্টায় প্রবল স্রোতের তোড়ে চারটি বাঁধ, ২০টি রাস্তাঘাট এবং দুটি সেতু ভেসে গেছে। দুর্যোগে ভুক্তভোগী ৩৪ হাজারের বেশি মানুষ। যাদের সিংহভাগই সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা লাখিমপুরের বাসিন্দা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, দারাং-জোড়হাট-কোকড়াঝাড়-নলবাড়ি এলাকায় নতুনভাবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ৫২৩টি গ্রাম জলাবদ্ধ। তলিয়ে গেছে সাড়ে ১৪ হাজার একর ফসলি জমি। ৫২ হাজারের বেশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন মালিকরা। উঁচু বা শুকনো জায়গা পাওয়া যাচ্ছে না। অনেক পশুই ভেসে যাচ্ছে বন্যার পানির তোড়ে। লোকালয়ে দেখা যাচ্ছে হাতির মতো বন্য পশুও। আর প্রতিবেশী সিকিমেও ভূমিধসের ঘটনা ঘটছে।

উল্লেখ্য, গেল বছর আসামে সৃষ্টি বন্যায় প্রাণ হারান দুই শতাধিক মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply