কাঁচা মরিচের ঝাঁঝে নাকাল ক্রেতা, প্রতি কেজি ৬০০ টাকা

|

হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম। কেজিপ্রতি মরিচ কিনতে এখন খরচ হচ্ছে অন্তত ৬০০ টাকা। রাজধানীর অলিগলির বাজারে দাম আরও বেশি। বলা হচ্ছে, বৃষ্টির কারণে মরিচ গাছ মরে যাওয়ায় সরবরাহে তৈরি হয়েছে ঘাটতি। পাশাপাশি সংকটকে পুঁজি করে দাম বাড়িয়ে দিচ্ছে অতিমুনাফালোভী সিন্ডিকেট। কয়েকদিন আগে ভারত থেকে কাঁচামরিচ আমদানি উন্মুক্ত করেছে সরকার। কিন্তু এখনও বাজারে পাওয়া যাচ্ছে না আমদানি করা মরিচ।

রাজধানীর মোহাম্মদপুর বাজারে কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি দামে বিক্রি হলেও ছোট বাজার এবং মহল্লার সবজির দোকানে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এই নৈরাজ্যকর অবস্থায়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। বলেন, এতোবেশি দামে কখনোই কাঁচামরিচ কিনতে হয়নি।

ঈদের আগে প্রতিকেজি কাঁচামরিচের দাম ছিল ৪০০ টাকা। কিন্তু ঈদের পর হু হু করে বাড়তে থাকে মরিচের দাম। বলা যায় মরিচের বাজার এখন লাগামহীন। এ ক্ষেত্রে সরবরাহ ঘাটতিকেই দায়ী করা হচ্ছে।

দামের উর্ধ্বগতি ঠেকাতে ভারত থেকে মরিচ আমদানি উন্মুক্ত করেছে সরকার। কিন্তু সেই মরিচ বাজারে পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে কারওয়ান বাজারে ভারত থেকে কিছু মরিচ এলেও তার মান ভালো না।

সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন পর্যায়ে তদারকি এবং বাজারে সরবরাহ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দরকার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply