নুরুল ইসলাম বাবুল অনেক উদাহরণ তৈরি করে গেছেন: এ কে আজাদ

|

এ কে আজাদ:

নুরুল ইসলাম বাবুল অত্যন্ত প্রতিভাবান শিল্পপতি ছিলেন। তিনি লক্ষাধিক লোকের কর্মসংস্থান করেছেন। হাজার হাজার কোটি টাকার পণ্য রফতানি করতেন। আর দেশের বাজারে কম টাকায় পণ্য সরবরাহ করতেন। যাতে করে আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে এগিয়ে নেয়া যায়। রফতানিমূখী শিল্প করেছেন।

তিনি ধীরে ধীরে অনেক উদাহরণ তৈরি করে গেছেন, অন্যের জন্য। অল্প সময়ের মধ্যে একটি প্রতিষ্ঠানকে কীভাবে লাভজনক করা যায়, তিনি তা করেছেন। তার জীবদ্দশায় তার প্রত্যেকটি প্রতিষ্ঠান লাভে ছিল। এটা কিন্তু আমরা অনেকে পারি না।

শিল্পের বিষয়ে তার ভিশন ছিল অনেক বড়। আমরা অনেকে তার ভিশন ভাবতে পারতাম না। কিংবা তার মতো অত দূরে ভাবতে পারতাম না। তিনি সবসময় যোগ্য লোককে যোগ্য জায়গায় বসিয়েছেন। যার কারণে সফলতা এসেছে। এটা কিন্তু একটা আর্ট। যোগ্য লোক বাছাই করে যোগ্যস্থানে বসানো। তিনি প্রত্যেকটি প্রতিষ্ঠানের দায়িত্ববান লোকদের নিজে মনিটরিং করতেন। তিনি পারিবারিক বন্ধনকে গুরুত্ব দিতেন।

লেখক: ব্যবস্থাপনা পরিচালক, হা-মীম গ্রুপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply