একসাথে ৮৮ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে পারবে বিএসএমএমইউ

|

নতুন এ সেল উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রাজধানীতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও একটি ডেঙ্গু সেলের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর ফলে আগের তুলনায় আরও ২৮ জন বেশি ডেঙ্গু রোগী একসাথে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন হাসপাতালটিতে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে হাসপাতালের এফ ব্লকের দ্বিতীয় তলায় নতুন এ সেল উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

উদ্বোধন শেষে তিনি বলেন, আগে বছরে শুধু ৪ মাস ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হতো। তবে এখন থেকে সারা বছরই ডেঙ্গু নিয়ে কাজ করতে হবে। ফলে প্রতিটি হাসপাতালেই এমন বিশেষায়িত ডেঙ্গু সেল স্থাপন করা প্রয়োজন।

নতুন চালু হওয়া এই সেলে মোট ৬টি ওয়ার্ডে ২৮ জন রোগী চিকিৎসা নিতে পারবেন। তাদের পাশাপাশি আরও রোগীকে সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এর আগে ৬০ জনের ডেঙ্গু জ্বরের চিকিৎসা নেয়ার সুযোগ ছিল। এখন তা বেড়ে দাঁড়ালো ৮৮ জনে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply