ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ

|

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত হলো কয়েকটি অভিযোগ। ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা হলো নতুন অভিযোগ। ফ্লোরিডার বাড়ির সিসিটিভির ফুটেজ জোরপূর্বক মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তাকে। খবর রয়টার্সের।

বুধবার (২৬ জুলাই) সম্পূরক অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে আরও তিনটি অভিযোগ আনা হয়। যার অন্যতম হলো মামলার নথিপত্র ইচ্ছাকৃতভাবে নষ্ট করার দায়। বাকি দুটি অভিযোগ– গোয়েন্দা কর্মকর্তাদের কাজে বিঘ্ন ঘটানোর।

সিসিটিভি কাণ্ডে ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি ‘মার এ লাগো’র এক নিরাপত্তাকর্মীকেও অভিযুক্ত করা হয়েছে। তার নাম কার্লোস দে অলিভেইরা। আদালতে রাখা জবানবন্দিতে তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সিসিটিভির ভিডিও নষ্ট করার ক্ষুদে বার্তা পেয়েছিলেন।

ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দু’বার আদালতের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply