গোল করিয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের ক্রস থেকে হেড করে গোল করেন গাভি। তাতেই ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল। একুশ শতকে লা লিগায় ইয়ামালের চেয়ে কম বয়সে কোনো খেলোয়াড় অ্যাসিস্ট করতে পারেননি।

ইয়ামালের আগের রেকর্ডটি ছিল তারই সতীর্থ আনসু ফাতির। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৬ বছর ৩১৮ দিন বয়সে সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন ফাতি। বার্সার বর্তমান ‘নাম্বার টেন’ ফাতির রেকর্ড ভেঙেছেন ২৭৩ দিন কম সময় নিয়ে, ইয়ামালের বয়স ১৬ বছর ৪৫ দিন।

ছবি: সংগৃহীত

এদিন, ম্যাচের ১২ মিনিটে গাভির গোলে এগিয়ে যাওয়ার পর ১৫ মিনিটে চমৎকার এক দলীয় প্রচেষ্টায় বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর হুয়ান ফয়েথ, আলেকজান্ডার সরলথ ও অ্যালেক্স বায়েনার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। কিন্তু ইয়ামাল নামের এক কিশোরের কাছে হার মেনেই লা লিগায় বার্সার কাছে ২৮তম হারের স্বাদ পেল ভিয়ারিয়াল।

তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। আর ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply