পঞ্চমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন জয়া

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহন করছেন জয়া আহসান। ছবি: ফেসবুক পেজ।

পঞ্চমবারের মতো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানায়।

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ  শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। একই বিভাগে যৌথভাবে ‘শিমু’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন রিকিতা নন্দিনী শিমু।

এর আগে, নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয়া আহসান।

এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ও অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে একই বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply