দু’দিনে ২০০ কোটির ক্লাবে রণবীরের ‘অ্যানিমাল’

|

‘অ্যানিমাল’ সিনেমার একটি দৃশ্য। ছবি: হিন্দুস্তান টাইমস।

শুক্রবার মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের নতুন মুভি ‘অ্যানিমাল’। মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যেই ২শ’ ৩০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিল্ম বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, ‘অ্যানিমাল’ মাত্র দুই দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ২শ’কোটি রুপি ছাড়িয়েছে।

ভারতীয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘অ্যানিমাল’ প্রথম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১১৬ কোটি রুপি আয় করেছে আয় করেছে। দুই দিনে ভারতে মোট ১২৯ কোটি নেট সংগ্রহ করেছে সিনেমাটি। ভারতের বাইরে অন্যান্য দেশের বক্স অফিস কালেকশন মিলিয়ে, মুক্তির পর দুই দিনের মধ্যেই সর্বমোট ২৩০ কোটি রুপি আয় করলো ‘অ্যানিমাল’।

সিনেমা বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে রণবীর অভিনয় করেছেন, সবগুলো সিনেমার মধ্যে ‘অ্যানিমাল’ মুভিটি এক ও অদ্বিতীয়।

উল্লেখ্য, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’এ অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল এবং রশ্মিকা মান্দানার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।

এর আগে, এর আগে, ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ সিনেমাগুলোর পরিচালনা করেন সন্দীপ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়ে সিনেমাগুলো। নারীর প্রতি আগ্রাসী মনোভাব, কিংবা ডাক্তার হয়ে অতিরিক্ত মাদক সেবন করে গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করা, সমাজের মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত বার্তা পৌঁছানোর শঙ্কায় ছিলেন বহু বিশ্লেষক। সেই মন্তব্যগুলো মাথায় রেখে পরিচালক সন্দীপ রেড্ডি এবার তৈরি করেছেন ভিন্নধর্মী এক সিনেমা। সন্তান কোনো ভুল করলে পিতা-মাতা শাসন করে। কিন্তু শাসন যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply