ড. ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

|

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ফলে বিদেশ যেতে আর কোনো বাধা থাকলো না তার।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ড. ইউনূসের উপস্থিতিতে ঢাকার শ্রম আদালতে যুক্তিতর্ক শুনানি চলে। পরে বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আদেশ দেন।

তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে ড. মো. ইউনূসকে অব্যাহতি এবং বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক এই আবেদন মঞ্জুর করেছেন। তবে আইনজীবীর মাধ্যমে তাকে হাজিরা দিতে হবে।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। এই মামলার বিচারকাজ চলছে এখন।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply