এই বৃষ্টির পরই কি জেঁকে বসবে শীত?

|

বুধবার রাত থেকেই রাজধানীসহ সারাদেশে দেখা মিলেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে টানা এ বৃষ্টি চলতে পারে শুক্রবার (৮ ডিসেম্বর) পর্যন্ত। আবহাওয়াবিদরা বলছেন, চলমান বৃষ্টির ফলে কমবে দিন ও রাতের তাপমাত্রা। আর বৃষ্টি চলে গেলে তাপমাত্রা আরও কমবে। মাসের মাঝামাঝি সময়ে বইতে পারে শৈত্যপ্রবাহও।

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানে। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: আকাশ ছেয়েছে মেঘে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সময় কাটাবেন যেভাবে

দেশের উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ১৭ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা দেশের সর্বনিম্ন। অথচ গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বছর ৭ ডিসেম্বর আজকের দিনে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে বিকেল গড়ালেই হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বইছে শীতের হাওয়া। ভোরে দেখা মিলছে কুয়াশার। একইসাথে ঠান্ডাও অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, গত বছরের থেকে এ বছরের নভেম্বর কিছুটা উষ্ণ ছিল। ডিসেম্বরের ৬ দিন পেরিয়ে গেলেও সর্ব-উত্তরের জেলাগুলো বাদে ঢাকা বা দেশের অন্যত্র তেমন শীত পড়েনি।

তবে আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে চলমান ডিসেম্বর মাসেই দেখা যেতে পারে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply