প্রার্থিতা প্রত্যাহার না করার ঘোষণা হিরো আলমের

|

প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন, ওরফে হিরো আলম। তিনি জানান, যেহেতু বিরোধী প্রার্থীর থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে তাই নির্বাচনে থাকবেন তিনি।

রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টারস ইউনিটি, (ডিআরইউতে) সংবাদ সম্মেলনে একথা জানান সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত এই মুখ।

হিরো আলম বলেন, এর আগে তিনবার জাতীয় নির্বাচন অংশ নিয়েছি; এবার নিয়ে চারবার হবে। প্রতিবার প্রার্থিতা কেন বাতিল হয়, সেটা সবাই জানে বলেও মন্তব্য করেন তিনি।

ভোটের আগেই মারধর শুরু হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। গতবারের মতো এবারও মারামারি হবে মনে করেন হিরো আলম।

এর আগে বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান এই কনটেন্ট ক্রিয়েটর।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফেরত না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করে প্রার্থীতা ফিরে পান হিরো আলম।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে হেরে যান তিনি। তবে, বগুড়া সদরে তার জামানত বাজেয়াপ্ত হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply