লজ্জার হারের পর শাস্তি পেলো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার ৩৬০ রানে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি শাস্তি পেলো পাকিস্তান ক্রিকেট। স্লো ওভার রেটের কারণে জরিমানা এবং পয়েন্ট কাটার শাস্তি পেয়েছে শান মাসুদের দল। ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে পাকিস্তান ২ ওভার কম করেছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ নম্বর ধারা অনুযায়ী, কোনো ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করার কারণে প্রতি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাবে। পাকিস্তান দল দুই ওভার কম করায় তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটার নিয়ম আছে। এক্ষেত্রেও দুটি পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের।

পার্থ টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান বোলিং করেছে ১৭৬.৪ ওভার। এর মাঝে স্পিনার আগা সালমানই ৪০ ওভারে বেশি বোলিং করেছেন। তবু পাকিস্তান দুই ওভার কম করেছে। ফিল্ড আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে শান মাসুদদের শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে দুই নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট এখন ৬১.১১। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬৬.৬৭।

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট মেলবোর্নে শুরু হবে ‘বক্সিং ডে’তে। তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ৩-৭ জানুয়ারী সিডনিতে অনুষ্ঠিত হবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply