ভরা মৌসুমেও চট্টগ্রামে আলুর বাজারে নৈরাজ্য, অভিযানেও মিলছে না সাফল্য

|

ভরা মৌসুমেও চট্টগ্রামে আলুর বাজারে নৈরাজ্য চরমে। চালের তুলনায় এখন আলুর দাম বেশি। এজন্য মধ্যস্বত্বভোগীদের কমিশন বাণিজ্যকে দুষছেন বিক্রেতারা। আড়তে একদফা অভিযান চালালেও পাল্টায়নি চিত্র। কৃত্রিম মূল্যবৃদ্ধির নেপথ্যে জড়িতদের তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন।

মুন্সিগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসা শত শত বস্তা আলুর মজুদ চট্টগ্রামের আড়তে।

চট্টগ্রামে মানভেদে চালের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬৫ টাকা। কিন্তু বাজারে নতুন আসা আলুর দাম তার চেয়েও অনেক বেশি। ভরা মৌসুমেও আলুর বাজারে এমন নৈরাজ্যে ক্ষুব্ধ ভোক্তারা।

রিয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে অভিযানের পরও পাল্টায়নি চিত্র। কৃত্রিম মূল্যবৃদ্ধির সাথে জড়িতদের তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply