ইউক্রেনে সহায়তা বন্ধ যুক্তরাষ্ট্রের

|

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি। ছবি: আল জাজিরা।

ইউক্রেনে সহায়তা সাময়িক বন্ধ করলো যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে কিরবি বলেন, কংগ্রেসের অনুমোদন না মেলায় সহায়তা সাময়িক বন্ধ রয়েছে। তবে নিম্নকক্ষের অবস্থান পরিবর্তন সাপেক্ষে ফের তা চালু করা হবে। নানা জটিলতার অজুহাতে কিয়েভকে সহায়তা বন্ধ করেছে অনেক ইউরোপীয় মিত্র দেশগুলোও।

যুদ্ধ শুরুর পর থেকেই সামরিক খাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল ইউক্রেন। গেল বছরও দেশটিকে ৭৩ বিলিয়ন ডলার দিয়েছে মিত্ররা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সহায়তা প্যাকেজ প্রদানকারী যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় বিপাকে জেলেনস্কি প্রশাসন।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply