রাফায় বিমান হামলা, নিহত ৩

|

বিমান হামলার পর ধ্বংসপ্রাপ্ত বাড়ির একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে তিনজন ফিলিস্তিনি। শনিবার (১০ ফেব্রুয়ারি) গাজার সীমান্তবর্তী এলাকা রাফা’য় এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি আগ্রাসনে গাজার দক্ষিনাঞ্চল রাফাতে আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। শরণার্থী শিবির এলাকা তেল আল সুলতান এ ইসরায়েলিদের বিমান হামলায় গাড়িতে থাকা তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়।

হামলার পরপরই পানি ও বালু দিয়ে আগুন নেভাতে দেখা গেছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মীদের। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল রাফাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ বিমান হামলাতে এক রাতেই প্রাণ গিয়েছে ১৭ জনের।

এছাড়াও রাফায় মোতায়েনকৃত হামাসের ৪টি বাহিনী ধংসের ঘোষনা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমতাবস্থায় অসহায় হয়ে পরেছে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply