টিউশনির টাকা জমিয়ে মুকুলের বই ‘সময়ের ইতিকথা’

|

বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মনিরুল ইসলাম মুকুলের প্রথম উপন্যাস । উপন্যাসটিতে সময়ের গল্পগুলোকে আঁকতে কিছুটা পেছনে ফিরে গেছেন ঔপন্যাসিক। উপন্যাসটিতে তুলে আনা হয়েছে কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের গল্প। যেখানে কখনও উঠে এসেছে অভাব, দরিদ্রতা, কুসংস্কার; কখনও এসেছে বাঙালির হারিয়ে যাওয়া কালচার প্রসঙ্গ। পাওয়া যাবে অব্যক্ত প্রেমের গল্পের আভাসও।

আমাদের বসবাস চতুর্থ শিল্প বিপ্লবের যুগে হলেও চরাঞ্চলে বসবাসরত মানুষগুলোর জীবন ও জীবিকা অনেকটা সেকেলে। চরাঞ্চলে পাকা রাস্তা নেই, অন্ধকার রাতে বিদ্যুতের আলো নেই, যান্ত্রিকতার ছোঁয়া নেই। সেখানে সিরাজের লাঠিয়াল বাহিনী আছে, মনসুরের বৈঠা চালিত নৌকা আছে, সদানন্দের জমি চাষ করা এক জোড়া ‘হালুয়া’ গরু আছে। আর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মনার বিষাদে ভরা একখণ্ড অতীত আছে। ঔপন্যাসিক সময়ের ইতিকথায় যেন সময়ের গল্প বুনেছেন।

বই প্রসঙ্গে লেখক মুকুল বলেন, টিউশনির টাকা জমিয়ে জমিয়ে আমি বই প্রকাশ করি। উপন্যাসে পাঠকরা সময়ের সাথে সাথে নিজের দৈনন্দিন জীবনের গল্পগুলোকে খুঁজে পাবেন। কেন্দ্রীয় চরিত্র মনা ও শাপলা হয়ে উঠবে কোনো কোনো পাঠকের প্রতিচ্ছবি। উপন্যাসটি প্রকাশ করেছে আইডিয়া প্রকাশন। প্রচ্ছদ শিল্পী সাকিল মাসুদ।

মনিরুল ইসলাম মুকুলের প্রকাশিত গ্রন্থ– ‘শান্ত মেঘে লুকিয়ে তুই’ (২০২০), ‘মৃত্যুর পাণ্ডুলিপি’ (২০২১) ও ‘শয়তান গ্রহ’ (২০২২)। নবীন শাখায় ইউএস বাংলা সাহিত্য সম্মাননা-২০২২ পান তিনি।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত মুকুল। জন্ম ঠাকুরগাঁওয়ের ভাতগাঁও গ্রামে। পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলার মোহনগঞ্জ ইউনিয়নে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply