বিএনপির মঈন খানের সাথে দেখা হওয়ায় আমরা আনন্দিত: মার্কিন দূতাবাস

|

হুট করে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন এ বিএনপি নেতা। আর বের হন বিকেল ৪টা ৫ মিনিটে।

সাক্ষাতের বিষয়টি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে ছবিসহ একটি পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা হওয়ায় আমরা আনন্দিত।’

ওই পোস্টের ছবিতে পিটার হাস ও মঈন খানকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। নিচে হ্যাশট্যাগও যুক্ত করা হয়। হ্যাশট্যাগে দেয়া হয় ‘ডেমোক্রেসি’ ও ‘ডিপ্লোমেসি’।

হঠাৎ করে অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয়ে কোনো পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply