মার্শ-ডেভিডের ঝড়ে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে’র জোড়া ফিফটিতে ২১৫ রানের বিশাল পুঁজি পায় কিউইরা। লক্ষ্য তাড়ায় মিচেল মার্শের অপরাজিত ৭২ রানের পাশাপাশি টিম ডেভিডের ১০ বলে ৩১ রানের টর্নেডো ইনিংসে জয় পায় অজিরা। শেষ বলে দরকার ছিল ৪ রান, টিম সাউদির করা বলে মিড উইকেট অঞ্চলে বিদ্যুৎ গতিতে চারে রূপান্তরিত করেন ডেভিড। এই জয়ে ১-০তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে এক উইকেট হারিয়ে ৬৮ রান তোলে কিউইরা। এরপর কনওয়ে ও রাচিন রবিন্দ্রর জোড়া হাফ সেঞ্চুরিতে ২১৫ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। কনওয়ে খেলেন ৪৬ বলে ৬৩ রানের ইনিংস ও রাচিন খেলেন ৩৫ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস।

রাচিনের ইনিংস জুড়ে ছিল ছয়টি ছক্কা ও দুটি চারের মার। সবশেষ গ্লেন ফিলিপস ১০ বলে ১৯ ও মার্ক চ্যাপম্যান ১৩ বলে ১৮ রান করলে ২১৫ রানেরর বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। অজিদের হয়ে এক উইকেট নিয়ে সবথেকে খরুচে বোলার ছিলেন প্যাট কামিন্স। চার ওভারে ৪৩ রান দিয়েছেন তিনি।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল অজিদের। কিন্তু দলীয় ২৯ রানেই ট্রাভিস হেডের উইকেট হারায় দলটি। অ্যাডাম মিলনের বলে মিড অনে ক্যাচ তুলে ২৪ রানেই ফেরেন তিনি। এরপর আক্রমনাত্বক ভঙ্গিমায় খেলতে থাকা ডেভিড ওয়ার্নারও নিজের ইনিংস বড় করতে পারেননি। তাকে ফেরান মিচেল স্যান্টনার।

এই স্পিনারের বলে সুইপ খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন ওয়ার্নার। ২০ বলে ৩২ রান করে ফেরার পর অজিদের হাল ধরার চেষ্টা করেন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ব্যাটে করেই শতরান পার করে অজিরা। কিন্তু ৪২ রানের জুটি ভাঙে ম্যাক্সওয়েল ফিরলে। লকি ফার্গুনসনের বলে বোল্ড হন এই মারকুটে ব্যাটার।

অবশ্য অজিদের রানের চাকা সচল থাকে মার্শের ব্যাটে করেই। জশ ইংলিসকে সঙ্গী করে ৬১ রানের জুটি গড়েন তিনি। এ সময় মাত্র ২৯ বলেই নিজের হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মার্শ। কিন্তু তাদের জুটি ভাঙে ২০ বলে ২০ রান করা ইনিংলিস ফিরলে। যদিও টিম ডেভিডকে ও মার্শ সেরেছেন বাকি কাজ। শেষ দুই ওভারে অজিদের প্রয়োজন ছিলো ৩৫ রান।

মিলনের ১৯ তম ওভারে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন ডেভিড। সেই ওভারের শেষ তিন বলে ১৬ রান এসেছে তার ব্যাট থেকে। মাত্র ১০ বলেই তিন ছক্কা দুই চারে করেছেন ৩১ রান। শেষ ওভারেও বাকি কাজটা করেছেন ডেভিড। ফলে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply