৯৬তম অস্কার: সেরা অভিনেত্রী এমা স্টোন

|

৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগের পুরষ্কার পেলেন এমা স্টোন। ‘পুওর থিংস’ সিনেমার জন্য পুরস্কার জিতেছেন মার্কিন এই অভিনেত্রী। এটি এমার দ্বিতীয়বারের মতো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়।

পুওর থিংস সিনেমাটিতে এমা অভিনয় করেছিলেন একজন ব্রিটিশ নারীর চরিত্রে। যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের মাধ্যমে জীবিত আছেন- এমন একটি গল্পের আদলে। অন্যরকম আবহের গল্প হওয়ায় দর্শকরা দারুণ পছন্দ করেছিলো সিনেমাটি সেইসাথে এমা স্টোনের অভিনয় প্রশংসা কুড়িয়েছিলো সমালোচকদের।

সেরা অভিনেত্রী হবার দৌঁড়ে মনোনয়ন পেয়েছিলেন ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর জন্য লিলি গ্ল্যাডস্টন, ‘নায়াড’ সিনেমার জন্য অ্যানেট বেনিং, ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য সান্ড্রা হুলার ও ‘পুওর থিংস’ এর জন্য মনোনয়ন পেয়েছিলেন এমা স্টোন।

উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। সবচেয়ে বেশি ক্যাটাগরিতে অস্কার জিতে এবারের আসরে রেকর্ড করে ‘ওপেনহাইমার’।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply