রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল

|

ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল শুক্রবার (১৫ মার্চ)। তিন দিনব্যাপী ভোটাভুটি চলবে রোববার (১৭ মার্চ) পর্যন্ত। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বেশিরভাগ বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আছে আরও তিন প্রার্থীর নাম। লড়াইয়ে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লাতস্কি, নিউ পিপলস পার্টি মনোনীত ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ান কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনোভ।

এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেবেন রুশ ভোটাররা। রাশিয়ার বাইরেও প্রবাসীদের জন্য ১৪৪ দেশে বসানো হয়েছে ২৯৫টি ভোটকেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে দিতে পারবেন ভোট। মস্কোর দখলকৃত ইউক্রেনের অঞ্চলগুলোয় হয়েছে আগাম ভোটগ্রহণ। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রায় জানিয়েছে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের বাসিন্দারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply