অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ: সিপিডি

|

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটে সিপিডির সুপারিশমালা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা জানান।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়ে ফাহমিদা খাতুন বলেন, নিত্যপণ্যের দাম ঊধ্বমূখী। এতে নিম্ন আয়ের মানুষের জীবন অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। পর্যাপ্ত উৎপাদনের পরও কারসাজির কারণে পণ্যের দাম বাড়ছে।

মুদ্রাবাজারে স্বস্তি ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, ব্যাংকে তারল্য সঙ্কট রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির উত্তরণ প্রয়োজন।

রাজস্ব আহরণের গতি বাড়ানোর আহ্বান জানিয়ে ড. ফাহমিদা খাতুন বলেন, প্রত্যাশিত আয়ের জন্যে সংস্কার প্রয়োজন। সরকারের ঋণ গ্রহণের প্রবণতা কমিয়ে আনা প্রয়োজন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতার জন্যে বরাদ্দ প্রদানের পরামর্শ উঠে আসে এতে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply