সাপের বিষ দিয়ে মাদক বানিয়ে পার্টি, ভারতীয় ইউটিউবার এলভিস যাদব গ্রেফতার

|

সাপের বিষ দিয়ে মাদক বানিয়ে পার্টি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় ইউটিউবার এলভিস যাদবকে। রোববার (১৭ মার্চ) দিল্লির নয়ডা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আজই আদালতে হাজির করা হয়েছে।

এর আগে, গেল বছর ৩ নভেম্বর প্রাণী অধিকার আইনে যাদবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেসময় বাকি ৫ জন গ্রেফতার হলেও, তারা বর্তমানে জামিনে আছেন।

মূলত একটি প্রাণী অধিকার সংস্থার পক্ষ থেকে মামলা দায়েরের পর নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। মামলার পর সেসময় উদ্ধার করা হয় ৫টি কোবরাসহ মোট ৯টি সাপ এবং কিছু সাপের বিষ।

অভিযোগ রয়েছে, এলভিস যাদব ও তার বন্ধুরা বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করেন। সেই বিষ ব্যবহার করে বানান মাদক। গত বছর আয়োজিত এক পার্টিতে মাদক সেবন করেন তারা। 

এলভিস যাদব পেশায় একজন ইউটিবার হলেও, বিগবসের মাধ্যমে টেলিভিশন অঙ্গনেও পা রাখেন। বিগবস ওটিটি-২ এর বিজয়ী হিসেবেও তিনি অনেকের কাছে পরিচিত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply