ভারতে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক ৫

|

গুজরাট পুলিশ বলছে, শনিবার রাতে হোস্টেলে ঢুকে পড়ে কিছু লোক।

ভারতের গুজরাটে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চলছে তোলপাড়। ওই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) এমনটা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

গত শনিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ওই হামলা হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, আফ্রিকার বিভিন্ন দেশ, আফগানিস্তান ও উজবেকিস্তান থেকে আসা শিক্ষার্থীরা ছাত্রাবাসে তারাবির নামাজ পড়ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এসময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ভাঙচুর করা হয় ছাত্রাবাসের মধ্যে থাকা মোটরসাইকেলসহ শিক্ষার্থীদের বিভিন্ন আসবাবপত্রের ওপর।

গুজরাট রাজ্য সরকার জানিয়েছে, এ ঘটনাকে গুরুত্বের সাথে নেয়া হয়েছে। যেকোনো মুল্যে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে। পুলিশ জানায়, আহত পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply