দুর্নীতির মামলায় স্বাস্থ্যের রংপুর বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা কারাগারে

|

আদালত প্রতিবেদক:

দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২৭ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। এ সময় দুদকের আইনজীবী মো. রফিকুর ইসলাম জুয়েল জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

জানা গেছে, ১৯৯৭ সালে ফজলুল হক এম. এল. এস. এস. পদে রংপুর মেডিকেল কলেজে যোগদান করেন। পরবর্তীতে ২০০৪ সালে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, ২০০৯ সালে স্টোর কিপার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। পরবর্তীতে অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে।

মামলা সূত্রে জানা গেছে, দুই কোটি ৪০ লাখ ১৩ হাজার ২৯৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন ফজলুল হক। অভিযোগের সত্যতার ভিত্তি পাওয়ায় দুদক তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে। পরে ২০১৯ সালের ৩০ জুন তার নামীয় সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply