হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

|

গাজার আল-শিফা হাসপাতালের আশেপাশে ইসরায়েলি হামলার সময় ধোঁয়া। ছবি: এএফপি

আল-শিফা হাসপাতালে হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ মার্চ) এমনটা জানিয়েছে দেশটির গনমাধ্যম টাইমস অব ইসরায়েল।

দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, আল শিফা হাসপাতালে অভিযানের সময় হামাস নেতা রাদ তাবেতকে হত্যা করা হয়েছে। হামাসের শীর্ষ ১০ সামরিক কমান্ডারের একজন ছিলেন তিনি।

ড্যানিয়েল হ্যাগারি আরও জানান, আল-শিফা হাসপাতালে হামাসের ওই শীর্ষ নেতা লুকিয়ে ছিলেন, এমন তথ্য জানায় গোয়েন্দা বিভাগ। তাদের নির্দেশনায় চালানো হয় অভিযান। হামাসের সামরিক শাখায় কর্মী সরবরাহ করতো মৃত কমান্ডার রাদ তাবেত। শীর্ষ সামরিক কর্মর্কর্তা অর্থাৎ সিনওয়ার, দেইফ ও মারওয়ান ইসার ঘনিষ্ঠ ছিল সে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply