বগুড়ায় ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

|

বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

সকাল সাড়ে ১১টার দিকে নবাববাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশে বক্তারা, মা-মেয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। এছাড়া রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে অভিযুক্তরা যাতে পার না পেয়ে যায়, সেজন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন নেতা কর্মীরা। এর আগে শহরের সাতমাথায় মা-মেয়ে নির্যাতনের প্রতিবাদে সিপিবি, বাসদ, বামমোর্চাসহ বেশ কিছু রাজনৈতিক সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বাম নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply