আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নান্দনিক ব্যাটিংয়ের জন্য প্রশংসিত হলেও বাবরকে স্ট্রাইক রেট নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি এক পডকাস্টে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন বাবর। খোলামেলা জবাবে বাবর বলেন, স্ট্রাইক রেট নিয়ে মানুষের এতো সমস্যা কি? উল্টো জানিয়েছেন, স্ট্রাইক রেটের চেয়ে পরিস্থিতি বুঝে জয়ের জন্য খেলাটাই মুখ্য।
পাকিস্তানের জালমি টিভির একটি পডকাস্টে গতকাল রোববার (৭ এপ্রিল) অতিথি হিসেবে যান বাবর। আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে কথা ওঠে স্ট্রাইক রেট নিয়ে। বাবর জানান, স্ট্রাইক রেট মূলত নির্ভর করে পরিস্থিতির ওপর। পরিস্থিতি বুঝে আপনাকে খেলতে হবে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৯০ ম্যাচের ক্যারিয়ারে ১২৯.৩২ স্ট্রাইকে রেটে রান তোলা বাবর বলেন, আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কীভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটি ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা আসলে ভিন্ন গল্প। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো আলাদা দুটি বিষয়। ম্যাচ জিতলে দুটিই হয়ে যায়।
তিনি আরও বলেন, কীভাবে প্রথম ছয় ওভার খেললেন, পরের ওভারগুলোতে কী করলেন—এগুলো একটার পর একটা প্রক্রিয়ার ব্যাপার। আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে, স্টাইলে কী সংযোজন করতে হবে। এখানে পরিস্থিতিটাই আসল। সেটা অনুকূলে থাকলে তো আমি মুক্তভাবেই খেলবো।
স্ট্রাইক রেট নিয়ে বাবর বলেন, হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়। আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এতো সমস্যা? তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। তার পর বলবে ১৭০। এর পর আমি যদি ১৭০-এ ব্যাট করি, বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব স্টাইল আছে। আমি নিজেকে অন্য কারও সঙ্গে তুলনা করতে পছন্দ করি না।
/আরআইএম
Leave a reply