একই পরিবারের ৪ জনের পর মারা গেল মা, নিহত বেড়ে ১৬

|

বোয়ালমারী (ফরিদপুর) করেসপনডেন্ট:

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্য নিহত হবার পর আহত হুরি বেগমও মারা গেছেন। টানা ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পাড়ি জমিয়েছেন ছেলে, ছেলের বৌ ও দুই নাতির পথে। এ নিয়ে ফরিদপুরের কানাইপুরের ওই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।

এর আগে, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জেলার কানাইপুরে চুয়াডাঙ্গাগামী ইউনিক পরিবহনের সঙ্গে আলফাডাঙ্গা থেকে ফরিদপুরে ত্রাণের টিন আনতে যাওয়া একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। যার মধ্যে ছিল একই পরিবারের চার সদস্য। হাসপাতালে নিলে মারা যায় আরও ৪ জন।

তবে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তারা মোল্যার পরিবারের চারজন মারা গেলেও মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মা মানোয়ারা বেগম ওরফে হুরি বেগম। অবশেষে গতকাল সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন। এ নিয়ে পরিবারটি তাদের ৫ সদস্যকে হারালো। এমন ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুর দিগনগর তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের রাকিবুল হাসান মোল্লা ওরফে মিলন (৩৫), তার স্ত্রী শামীমা আক্তার ওরফে সুমি (২৩) এবং তাদের দুই ছেলে আলভী রোহান (৬) ও আবু সিনানসহ (৩) ১১ জন ঘটনাস্থলে নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৪ জন এবং সর্শেষে হুরি বেগমও নিহতের তালিকায় যোগ হলেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply