রইসির মরদেহ দাফন করা হবে আজ

|

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মরদেহ দাফন করা হবে আজ। জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। গত রোববারের দুর্ঘটনায় নিহত বাকিদের মরদেহও দাফন করা হবে নিজ নিজ জন্মস্থানে।

বুধবার (২২ মে) রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় রইসিকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট রইসিসহ নিহতদের জানাজা। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ঐতিহাসিক বিপ্লবী স্কয়ার থেকে শুরু হয় শোক র‍্যালি।

রইসির বিদায়ে যোগ দিতে, তেহরান গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও উপ প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা। রয়েছেন- ভারতের ভাইস প্রেসিডেন্টও। তাছাড়া- তুরস্ক, ইরাক, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও রয়েছেন ঐ কাতারে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply