সংযুক্ত আরব আমিরাতে যমুনা টিভির সাংবাদিকের ওপর আরাভ খানের হামলা

|

সংযুক্ত আরব আমিরাতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে হত্যা মামলায় পলাতক আসামি বিতর্কিত আরাভ খান। এ ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের দুবাই প্রতিনিধি মেহেদি রুবেল।

স্থানীয় সময় শনিবার (২২ জুন) দিবাগত রাতে, বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন আয়োজিত ‘বাংলা কার্ণিভাল’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাভ খানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের দল জোরপূর্বক অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে, বাধা দেয় নিরাপত্তাকর্মীরা। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে, সাংবাদিকদের ওপর চড়াও হয় হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানসহ বেশকয়েকজন।

আয়োজনে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন’সহ কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply