আইফোনে চ্যাট জিপিটি নিয়ে আসলো অ্যাপল

|

টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে চ্যাট জিপিটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার শোতে এই ঘোষণা দেয়। মূলত, ভয়েস কমান্ড সিস্টেম সিরি-র সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলিকে ওপেনএআই-এর চ্যাট জিপিটি’র সাহায্যে আরও শক্তিশালী করে তুলবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ফিচারগুলো আইফোন ও ম্যাকবুক ল্যাপটপ ও ডেক্সটপেও পাওয়া যাবে। টেক্সট ও কন্টেন্ট জেনারেশনসহ অন্যান্য টুল বুস্ট করতেও ব্যবহার করা যেতে পারে চ্যাট জিপিটি।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন যে এই পদক্ষেপটি তার কোম্পানির পণ্যগুলিকে “নতুন উচ্চতায়” নিয়ে যাবে। তবে ঘোষণাটি সবাই স্বাগত জানায়নি টেসলা ও টুইটার (সাবেক এক্স) এর মালিক ইলন মাস্ক। এ বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি হুমকি দিয়েছেন যে “ডেটা নিরাপত্তা” এর কারণে তার কোম্পানি থেকে আইফোন নিষিদ্ধ করা হতে পারে।

তিনি আরও বলেন, অ্যাপল ব্যবহারকারীদের ডেটা ওপেনএআই-এর কাছে হস্তান্তর করার পরে আসলে কী ঘটছে তা জানা নেই’।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply