লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে টানা ৭ দিন

|

লালমনিরহাট করেসপনডেন্ট:

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে টানা সাতদিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। গতকাল শুক্রবার (১৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ।

তিনি জানান, ঈদ উপলক্ষ্যে ছুটির বিষয়ে ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠনের নেতারা বৈঠক করে ছুটির বিষয়ে এ সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী উভয় দেশের কাস্টমস ও ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সকল দফতরে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস নোটিশ বোর্ডেও ছুটির নোটিশ সাটানো হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক আজ শনিবার (১৫ জুন) থেকে বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। আগামী শনিবার (২২ জুন) বন্দরের সব কার্যক্রম যথারীতি সচল হবে বলেও জানান তিনি।

তবে, ঈদে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদে ভ্রমণ প্রিয় যাত্রীদের চাপ বেড়ে যায় বুড়িমারী ইমিগ্রেশনে। বাড়তি চাপ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইমিগ্রেশন পুলিশ।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা (এসআই) আহসান হাবিব পলাশ বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন সাতদিন বন্ধের বিষয়ে চিঠি পেয়েছি। তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিনে অফিস খোলা থাকবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply