নেদারল্যান্ডসকে পাহাড়সম টার্গেট দিলো শ্রীলঙ্কা

|

নেদারল্যান্ডসকে ২০২ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে তারা, যা এবারের বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ২০১ রান করেছিল অস্ট্রেলিয়া।

সোমবার (১৭ জুন) ড্যারেন সামি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের জন্য শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানান ডাচ অধিনায়ক।

ব্যাটিংয়ে নেমে কোনো রান তোলার আগেই উইকেট হারায় লঙ্কানরা। ভিভিয়ান কিংমার ওভারে শূন্য রানে ফিরে যান পাথুম নিসাঙ্কা। কামিন্দু মেন্ডিস ১৭, কুশাল মেন্ডিস ৪৬ ও ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৪ রান। এদের মধ্যে কামিন্দুকে ফন মিকিরেন, কুশালকে আরিয়ান দত্ত ও ধনঞ্জয়াকে সাজঘরে ফেরান টিম প্রিঞ্জল।

বিস্ফোরক ব্যাটিং করেন চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২১ বলে ৪৬ রান করেন আসালাঙ্কা। ১টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি। ১৫ বলে ম্যাথুসের ব্যাট থেকে আসে ৩০ রান। মাত্র ৬ বলে ২০ রান করেন হাসারাঙ্গা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply