অর্থাভাবে দেশের অধিকাংশ মানুষ ঈদ করতে পারছে না: জি এম কাদের

|

রংপুর ব্যুরো:

অর্থাভাবের কারণে দেশের অধিকাংশ মানুষই ঈদ করতে পারছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এটি সরকারের ব্যার্থতা উল্লেখ করে সবাইকে ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে অংশ নিতে আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ মে) রংপুর মডেল মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জি এম কাদের বলেন, যারা স্বচ্ছল, যাদের সামর্থ আছে তারা অন্যান্যদের পাশে দাঁড়ান। সবাই মিলে আনন্দ উৎসব করলে সেটাই হবে প্রকৃত উৎসব। এটা আমাদের সামাজিক দায়িত্ব।

সরকারের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করে জাপা চেয়ারম্যান বলেন, সরকার যেভাবে দেশ চালাচ্ছেন তাতে আমরা হতাশ। গরিবরা দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে হিমশিম খাচ্ছে। চাকরির অভাব ও গরিবদের অসহায়ত্ব দূর করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। এটা দুর্ভাগ্যজনক।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, উপদেষ্টা ও জেলা আহ্বায়ক আলাউদ্দিন মিয়াসহ অনেকে।

রংপুরে এদিন বৈরি আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলার মডেল মসজিদে। এই ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কালেক্টরেট ঈদগাহ মাঠে।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply