নদীয়া সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

|

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে। সোমবার (১৭ জুন) ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে জিরো পয়েন্টে বিএসএফ’র ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি ও ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এতে দুই দেশের সীমান্তরক্ষীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দুই দেশের নারী সীমান্তরক্ষী সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply