বেলজিয়ামকে হারিয়ে অঘটনের জন্ম দিলো স্লোভাকিয়া

|

ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে স্লোভাকিয়া। বেলজিয়ামের গোল মিসের মহড়া ও গোল বাতিলের ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় স্লোভাকিয়া।

র‍্যাংকিংয়ের তিনে থাকা বেলজিয়াম অন্যতম ফেভারিট দল হিসেবে ইউরো খেলতে এসেছিল। কিন্তু মাঠের খেলায় ফিফা র‍্যাংকিংয়ে ৪৮ নম্বরে থাকা স্লোভাকিয়ার কাছে হেরে মাঠ ছাড়তে হলো ডি ব্রুইনা-লুকাকুদের।

ম্যাচের ৩য় মিনিটেই এগিয়ে যেতে পারতো ডি ব্রুইনা-লুকাকুরা। ডি ব্রুইনার পাসে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লুকাকু। এরপর ম্যাচের সাত মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে বেলজিয়াম। নিজেদের সীমানায় বল দখলে রাখতে ব্যর্থ হয় বেলজিয়াম। প্রেসিং করে বল দখলে নেয় স্লোভাকিয়া। এ সময় কুচকার শট বেলজিয়ামের গোলরক্ষক রুখে দিলেও ইভান শ্রানাজের শট আর রুখতে পারেননি তিনি। ফলে বল জড়িয়ে যায় বেলজিয়ামের জালে।

১-০ গোলের এগিয়ে থেকে স্লোভাকিয়া রক্ষণ সামলে খেলতে থাকে। এতে আক্রমণ শাণাতে থাকেন বেলজিয়ামের খেলোয়াড়রা। যদিও এতে কোনো ফল আসেনি। ম্যাচের ৪১ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ মিস করেন লুকাকু।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে স্লোভাকিয়ার জালে বল জড়ান লুকাকু। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচের ৬৩ মিনিটে আবার গোলের সুযোগ তৈরি হলেও গোললাইন থেকে বল ফেরান স্লোভাকিয়ার হ্যাঙ্কো। 

ম্যাচের ৮৬ মিনিটে ডিবাস্টের লং পাস রিসিভ আবারও বেলজিয়ামের জালে বল জড়ান বেলজিয়ামের নাম্বার টেন। তবে ভিএআর চেকে বল রিসিভের সময় ওপেন্দার হ্যান্ডবল ধরা পড়ে। এতে এই গোলটিও বাতিল হয়ে যায়। 

ম্যাচের শেষ পর্যন্ত আর ফিরতে পারেনি বেলজিয়ামের। ফুলে ১-০ গোলের হার দিয়ে ইউরো শুরু করলো ফেভারিট বেলজিয়াম।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply