বেশকিছু এলাকায় এখনও কোরবানির বর্জ্য

|

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও এখনও তা কার্যকর করতে পারেনি। আজ মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর বনশ্রীসহ বেশকিছু এলাকায় দেখা গেছে কোরবানির আবর্জনা।

সড়কের উপরে বর্জ্য পঁচে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, সোমবার সন্ধ্যায় বর্জ্য নেয়ার কথা থাকলেও এখনও যত্রতত্র পড়ে আছে কোরবানির আবর্জনা।

তবে সিটি করপোরেশনের দাবি, নিয়ম মেনেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। তারা জানায়, রাতভর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। ছড়ানো হয়েছে ব্লিচিং পাউডারের মতো জীবাণুনাশক।

তবে লোকবল সংকটের কথাও জানায় ডিএসসিসি। আজ সকাল থেকে পুনরায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে।

এদিকে, আবাসিক এলাকায় গরুর হাট দেয়ায় আগেই ক্ষুব্ধ ছিল বনশ্রীর বাসিন্দারা। তাদের অভিযোগ, হাটের কারণে সপ্তাহজুড়েই ছিল অচলাবস্থা। রাস্তাঘাট হাটের দখলে থাকায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হয়।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply