দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত মা-শিশু

|

দিনাজপুর করেসপনডেন্ট: 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানে থাকা খায়রুন নাহার ও তার ছয় মাস বয়সী শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত খায়রুন নাহার বীরগঞ্জ উপজেলার প্রাণনগর গ্রামের মাহবুবের স্ত্রী।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে ভ্যানে করে একই পরিবারে ছয় থেকে সাতজন ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে দেলুয়া এলাকায় পৌঁছালে একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে খায়রুন নাহার ও তার শিশু সন্তান মারা যান। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাস ও ড্রাইভারকে আটক করা হয়ছে বলেও জানায় পুলিশ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply