এনডিএ জোটের অনেকে যোগাযোগ করছেন, পতন হতে পারে মোদির: রাহুল গান্ধি

|

ছবি: দ্য ফিন্যান্সিয়াল টাইমস

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের কয়েকজন কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধি। তার দাবি, মোদি সরকার একটি ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাই ছোটখাটো ঝামেলায়ও সরকার পড়ে যেতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। মঙ্গলবার (১৮ জুন) এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় দ্য ফিন্যান্সিয়াল টাইমসে। এনডিএ জোটের কে কে কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি রাহুল গান্ধি।

রাহুল গান্ধি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংগ্রাম করতে হবে। নির্বাচনে প্রচারের সময় মোদি ধর্মীয় উত্তেজনাকে পুঁজি করার চেষ্টা করেছিলেন। ভারতীয় মুসলিমদের তারা অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন।

এদিকে, ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা এনডিএ জোটের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, এক দশকের মধ্যে মোদির বর্তমান সরকারের অবস্থান নড়বড়ে হবে। ক্ষমতায় টিকে থাকতে বিজেপিকে নির্ভর করতে হবে ছোট মিত্র দলগুলোর ওপর।

উল্লেখ্য, গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে ২৪০ আসন পায়। এতে এনডিএ জোট পায় ২৯৩টি আসন। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ২৩৪ আসনে জয়ী হয়।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply