সমাবেশে সহযোগিতা চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

|

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ জুন নয়াপল্টনে সমাবেশের সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে ডিএমপি কার্যালয়ে সমাবেশ নিয়ে আলোচনার পর এই চিঠি হস্তান্তর করে দলটি। বিষয়টি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি।

শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি বলেন, আগামী শনিবার (২৯ জুন) নয়াপল্টনে সমাবেশের সহযোগিতা চেয়ে ডিএমপিকে চিঠি দেয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এদিন বিকেলে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ সময় পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মিথ্যা মামলায় সরকার বিএনপি চেয়ারপার্সনকে আটকে রেখেছে। হাসপাতালে থাকলেও খালেদা জিয়া এখনও কারাবন্দী। তিনি স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সমাবেশের অনুমতি নিয়ে আলেচনা করতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply