বিখ্যাত লেখক ফ্রানৎস কাফকার লেখা চিঠি ১শ’ বছর পর নিলামে

|

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের বিখ্যাত লেখক ফ্রানৎস কাফকার একটি চিঠি নিলামে তোলা হচ্ছে। এই চিঠিটি তিনি তার প্রিয় বন্ধুকে লিখেছিলেন। ধারণা করা হচ্ছে, চিঠিটির নিলামে দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্ধুকে চিঠিতে বলেছেন যে তিনি আর লিখতে পারবেন না। কাফকার জন্ম ৩ জুলাই, ১৮৮৩ সালে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে। তখন নাম ছিল বোহেমিয়া। অঞ্চলটি তখন অস্ট্রিয়া-হাঙ্গেরির অন্তর্ভুক্ত ছিল। তিনি মৃত্যুবরণ করেন ৩ জুন, ১৯২৪ সালে অস্ট্রিয়ার কিয়ারলিংয়ে। মূলত, তার মৃত্যুর ১শ’ বছর পর নিলামে দেয়া হচ্ছে।

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক ছিলেন কাফকা। যিনি “দ্য ট্রায়াল” ও “দ্য মেটামরফোসিস” এর মতো লেখার জন্য পরিচিত। তিনি অস্ট্রিয়ান কবি এবং প্রকাশক আলবার্ট এহরেনস্টাইনকে চিঠিটি লিখেছিলেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply